বাংলাদেশ এসোসিয়েশন অব স্পোর্টস্ মেডিসিনের (বিএএসএম) নবগঠিত কার্যনির্বাহী কমিটি আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি ২০২২) ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।
এ সময় দাড়িয়ে তারা এক মিনিট নীরবতা পালন এবং বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, মহাসচিব ডা. মো. আলী ইমরান, সহ-সভাপতি অধ্যাপক ডা. এ কে এম সালেক, অধ্যাপক ডা. খুরশিদুল আলম সহ কমিটির সদস্যবৃন্দ।