বয়স তার ৬০। পেশায় একজন দিনমজুর। কিন্তু সব পরিচয় চাপিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই বৃদ্ধ। কারণ আর কিছু না তার মডেলিং এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা ভাইরাল হয়।
জানা গেছে, ওই বৃদ্ধের নাম মাম্মিক্কা।
এদিকে সোশ্যাল মিডিয়ায় মাম্মিক্কার ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে তার পরনে একটি ক্লাসিক ব্লেজার এবং প্যান্ট। হাতে একটি আইপ্যাড। আর নেটিজেনরা বৃদ্ধ দিনমজুরের মডেল হওয়া এবং এর পেছনে ফটোগ্রাফারের অবদানের জন্য প্রশংসা করেছেন। তবে মাম্মিক্কা মডেল হয়ে উঠলেও তিনি তার দৈনিক মজুরির কাজ চালিয়ে যেতে চান। পাশাপাশি মডেলিং চালিয়ে যাবেন।
ফটোগ্রাফার জানিয়েছেন, তার কোম্পানির জন্য মডেল হিসেবে মাম্মিক্কার থেকে ভালো কাউকে ভাবতে পারেননি তিনি। আর তার ফটোশুটের ছবি এটাই প্রমাণ করে যে তিনি ভুল ছিলেন না।
ভিডিওটি দেখতে ক্লিক করুন
news24bd.tv/আলী