নিজেদের মাঠে ভারতকে তিন ম্যাচের টেস্ট সিরিজে হারিয়ে নিউজিল্যান্ড সফরে গিয়েই বড় ধরণের বিপর্যয়ের সামনে পড়তে হলো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে। ক্রাইস্টচার্চ টেস্টে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন-আপ একাই গুঁড়িয়ে দিয়েছেন নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরি।
বৃহস্পতিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে সফরকারীদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ম্যাট হ্যানরির গতির মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ৯৫ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হ্যানরি ১৫ ওভারে মাত্র ২৩ রানে ৭ উইকেট শিকার করেন। এদিকে সাত নিয়ে কিউই কিংবদন্তীদের পাশে নাম লেখালেন হেনরি। নিউজিল্যান্ডের হয়ে প্যাটেল, হ্যাডলির পর চতুর্থ ইনিংস সেরা বোলিং ফিগার এখন হেনরির।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৩৬ রানে দুই ওপেনার উইলি ইয়াং ও টম ল্যাথামের উইকেট হারায় নিউজিল্যান্ড।
news24bd.tv/আলী