জেনে নিন কনট্যাক্ট লেন্স ব্যবহারের সঠিক পদ্ধতি ও সাবধানতা

ছবি : আনন্দবাজার

জেনে নিন কনট্যাক্ট লেন্স ব্যবহারের সঠিক পদ্ধতি ও সাবধানতা

অনলাইন ডেস্ক

চোখকে সুন্দর করতে কাজল, আইশ্যাডো, মাস্কারা, আইলাইনার আরও কত কিছু ব্যবহার করি আমরা! এখন চোখে নানা রঙের কনট্যাক্ট লেন্স পরার ট্রেন্ডও দেখা যাচ্ছে। মেয়েরা চশমার পরিবর্তে কনট্যাক্ট লেন্স পরতেই বেশি পছন্দ করছেন। তবে একটানা দীর্ঘ সময় এই লেন্স পরে থাকলে চোখের নানা সমস্যা দেখা যায়। তাই কিছু সাবধানতা মেনে চলা জরুরি--

লেন্স পরার সময় কী কী সাবধানতা মেনে চলবেন--

* লেন্স পড়ার আগে ও পরে হাত ভাল করে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে নিতে হবে।

কোনও মসলিন কাপড়ে বা সুতির রুমালে হাত মুছে লেন্সে হাত দেবেন।

* কখনোই মেকআপ করার আগে লেন্স পরবেন না। সাজ শেষ করে তারপর লেন্স পরুন।

* রাতে ঘুমানোর আগে অবশ্যই কনট্যাক্ট লেন্স খুলে রাখতে হবে।

লেন্স পরে ঘুমিয়ে পড়লে চোখে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে।

* প্রতি তিন মাস পর কনট্যাক্ট লেন্সের পাত্রটি পরিবর্তন করতে হবে। লেন্স সব সময় স্টেরাইল সলিউশনে ভিজিয়ে সঠিক লেন্স কেসে রাখবেন।

* লেন্স পরে ভুল করেও সাঁতার কাটবেন না। আর লেন্স পরে কখনোই মুখে পানির ঝাপটা দেবেন না।

* লেন্স পরলে চোখ যদি লালচে হয়ে ওঠে বা জ্বালা-পোড়া করতে থাকে, তাহলে দ্রুত লেন্স খুলে নিন। চিকিৎ​সকের পরামর্শ নিন। আর লেন্সের বিকল্প হিসেবে সব সময় আপনার চশমা সাথে রাখুন।

* অনেকেই অনলাইনে কন্টাক্ট লেন্স কিনে থাকেন। সেক্ষেত্রে চোখের চিকিৎসকের পরামর্শপত্র অনুযায়ী আপনার চোখের উপযোগী লেন্সের বিষয়ে নিশ্চিত হয়েই সেটা কিনুন।

সূত্র : আনন্দবাজার

news24bd.tv/এমি-জান্নাত  

এই রকম আরও টপিক