আজ শুক্রবার বেলা ১১টা ৫৫ মিনিটে উত্তর বাড্ডায় ফার্নিচারের দোকানে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি বলেন, উত্তর বাড্ডায় ফার্নিচারের দোকানে আগুন লাগার খবর পেয়েছি আমরা বেলা ১১টা ৫৫ মিনিটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করার পর এখন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যায়। আরও বিস্তারিত পরে জানা যাবে।
খালেদা ইয়াসমিন বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানান যায়নি। এছাড়া এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
news24bd.tv/এমি-জান্নাত