প্রথম ছুটির দিনে জমে উঠেছে অমর একুশে বইমেলা। স্টল-প্যাভিলিয়নগুলোও ফিরছে চিরচেনা রুপে। আজ শুক্রবার মেলা শুরু হয়েছে বেলা ১১টায়, চলবে রাত ৯টা পর্যন্ত।
করোনা সংক্রমণের কারণে এবারও শিশুপ্রহর রাখা হয়নি।
করোনার কারণে গতবছর দু-একটি প্রতিষ্ঠান ছাড়া সকল প্রতিষ্ঠানকেই গুনতে হয়েছে লোকসান। আর তাই এবার প্রকাশকরা আশা করছেন সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার।
news24bd.tv/এমি-জান্নাত