যেভাবে প্রাণে রক্ষা পেল ট্রাকচাপা পড়া স্কুলছাত্র

ট্রাকচাপা পড়া স্কুলছাত্রকে উদ্ধার করা হচ্ছে।

যেভাবে প্রাণে রক্ষা পেল ট্রাকচাপা পড়া স্কুলছাত্র

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বালুভর্তি ট্রাকটি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় যাচ্ছিল। থানায় প্রবেশের একটু আগে থাকা ব্রিজে উঠতেই ব্র্রিজের এপ্রোচ দেবে ট্রাকটি রেলিংয়ের সঙ্গে হেলে পড়ে। এ সময় এক স্কুলছাত্র ওই ট্রাক ও ব্রিজের রেলিংয়ের মাঝে চাপা পড়ে। তাৎক্ষণিক ব্রাহ্মণপাড়া থানার ওসি শাহজাহান কবির জীবনের ঝুঁকি নিয়ে ৪০ মিনিট ব্রিজের রেলিংয়ে ঝুলে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় রেলিং ভেঙে ছাত্রটিকে উদ্ধার করেন।

পরে তাকে কুমিল্লা মেডিকেল ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্পতিবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে কুমিল্লা-মীরপুর সড়কের ভিশন হাসপাতালের পূর্বদিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রাণে বেঁচে যাওয়া ওই স্কুলছাত্রের নাম হৃদয় (১৪)। সে সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও নগরপাড় গ্রামের জয়দল হোসেনের ছেলে।

জানা গেছে, হৃদয়ের দুর্ঘটনার খবর পেয়ে লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ে শত শত শিক্ষার্থী বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিস ও থানায় উপস্থিত হয়ে বিক্ষোভ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল হক ও থানার ওসি এসএএম শাহজাহান কবির অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হয়।

এ ঘটনায় ওসি ইসরাফিল আহত ছাত্রের পরিবারকে পাঁচ হাজার টাকা তুলে দেন।

এদিকে ওসির সাহসী এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে সর্বস্তরের জনগণ ভূয়সী প্রশংসা করেছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর