মণিরামপুরে পানিতে ডুবে আবু হুরাইরা নামের এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নেহালপুর গাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আবু হুরাইরা ওই গ্রামের হাদিউজ্জামানের ছেলে।
জানা যায়, ওই শিশুর মা নার্গিস বেগম ঘরের কাজে ব্যস্ত ছিলেন।
স্থানীয়র পল্লী চিকিৎসক আব্দুল মান্নান মোড়লের কাছে শিশুটিকে নিয়ে গেলে তিনি শিশুটিকে দেখে মৃত ঘোষনা করেন। শিশু সন্তানকে হারিয়ে পিতা-মাতা নির্বাক হয়ে পড়েছেন। শুক্রবার জুম্মার নামাজের পর আবু হুরাইরার নামাজে জানাযা শেষে দাফন করা হয়।
news24bd.tv/আলী