মদ্যপ অবস্থায় মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন ভারতীয় অভিনেত্রী কাব্য থাপর। কিন্তু গাড়ি চালানো অবস্থায় অভিনেত্রী একটি গাড়িকে ধাক্কা মারেন। এরপর পুলিশ আসলে তাদেরও সাথেও দুর্ব্যবহার করেন তিনি। গাড়িকে ধাক্কা মারা ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে পুলিশ আটক করে তাকে।
ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়, ২৬ বছর বয়সী ওই অভিনেত্রী মদপ্য অবস্থায় একটি গাড়িকে ধাক্কা মারেন। সেই দুর্ঘটনায় আহত হন এক ব্যক্তি। এই ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন অভিনেত্রী কাব্য। এর পরেই তাকে একাধিক বিধি ভঙ্গের জন্য বিচারবিভাগীয় হেফাজতে নেয় মুম্বাইয়ের জুহু থানা পুলিশ।
কাব্যর জন্ম ও বেড়ে ওঠা মুম্বাইয়ে। অভিনয়ের পাশপাশি মডেলিংও করেন তিনি। ‘তৎকাল’ নামে একটি স্বল্প দৈর্ঘ্যের হিন্দি সিনেমাতেও কাজ করেছেন তিনি। এর বাইরে তেলুগু এবং তামিল সিনেমাতেও দেখা গেছে কাব্যকে।
news24bd.tv/আলী