'ইসি গঠনে সংক্ষিপ্ত করে ২০ জন রাখা হয়েছে'

সংগৃহীত ছবি

'ইসি গঠনে সংক্ষিপ্ত করে ২০ জন রাখা হয়েছে'

অনলাইন ডেস্ক

নির্বাচন কমিশন (ইসি) গঠনে  প্রস্তাবিত নামের তালিকা ৩২২ থেকে সংক্ষিপ্ত করে ২০ জনকে রাখা হয়েছে। পরে একাধিক বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত হবে।  

সার্চ কমিটির বৈঠকে গৃহীত এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শামসুল আরেফীন।

তিনি বলেন, ‘আজকের বৈঠকে সার্চ কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে ৩২২ জনের তালিকা থেকে ২০ জনকে বাছাই করেছেন।

তালিকা চূড়ান্ত করতে আগামীতে আরও একাধিক বৈঠক করবে কমিটি। এরপর চূড়ান্ত তালিকা করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা হবে। ’

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে গঠিত সার্চ (অনুসন্ধান) কমিটির পঞ্চম বৈঠকে এই সংক্ষিপ্ত করা হয়। আজ শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক হয়।

 

সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে এ বৈঠক হয়েছে। বৈঠকে সার্বিক সহায়তার দায়িত্বে ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শামসুল আরেফীন।

এ ছাড়া সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন বৈঠকে উপস্থিত ছিলেন।

news24bd.tv/ কামরুল