কোচ সালাউদ্দিন

শেখার আগ্রহ না থাকায় বিপিএলে ভাল করছে না তরুণরা 

এস এ সরকার

বিপিএল ক্রিকেটের অষ্টম আসরে জাতীয় দলের তরুণ ক্রিকেটারদের পারফরমেন্স হতাশ খালেদ মাহমুদ সুজন। তবে জাতীয় দলের বাইরে থাকা বেশ কিছূ তরুণ ক্রিকেটার ফোকাসে এসেছে,  যা পরবর্তীতে জাতীয় দলের পাইপ লাইন সমৃদ্ধ করবে। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ আরও বলছেন, সাকিবের ক্যাপ্টেন্সিতে মুগ্ধ তিনি। অন্যদিকে, কোচ মোহাম্মাদ সালাউদ্দিন বলছেন, দেশীয় ক্রিকেটাররা কম মনযোগি হওয়ায় বিপিএলে ভালো করতে পারেননি তারা।

 

বিপিএলে জিতেছে কুমিল্লা, হেরেছে সাকিব-সুজনের বরিশাল। তাতে আক্ষেপ নেই সুজনের। তবে হতাশা আছে  এই আসরে জাতীয় দলের তরুণ ক্রিকেটারদের পারফরমেন্সে।

নাঈম শেখ, আফিফ হোসেন,  শামিম পাটোয়ারিরা সামর্থের সুবিচার করতে পারেনি।

রানে ফিরতে পারেনি সৌম্য-মোসাদ্দেকরাও। কেনো এমন হলো সেই কারণই খুজছেন সুজন।   

তবে বিপিএলের এবারের আসরে সাকিবের ক্যাপ্টেন্সিতে মুগ্ধ হয়েছেন টাইগারদের টিম ডিরেক্টর। তিনি বললেন, দেশের ক্রিকেটের সব ক্যাপ্টেনের চাইতে কোন এক দিক থেকে এগিয়ে আছে সাকিব। তবে জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবে সাকিবকে ফেরানোর কোন সম্ভববনা নেই এখন।

কেনো বিপিএলে দেশের ক্রিকেটাররা কেনো ভালো করতে পারলো না সেই বিশ্লেষন করতে গিয়ে টাইগাদরের সাবে ফিল্ডিং কোচ মোহাম্মাদ সালাউদ্দিন বলেন, মনোযোগের অভাবই বড় কারণ।

জাতীয় দলে সুযোগ পাওয়া তরুণ ক্রিকেটারা নিজেদের জাত চেনাতে না পারলেও এই আসর থেকে উঠে এসেছেন জাতীয় দলের বাইরে থাকা বেশ কিছু তরুণ প্রতিভা। মাহমুদল হাসান জয়, মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলী ব্যাট হাতে নজর কেড়েছে । তেমনি বল হাতেও ঝলক দেখিয়েন মৃত্যুঞ্জয়-শহিদুল ইসলামরা। তাদের নিয়েই স্বপ্ন দেখছে খালেদ মাহমুদ সুজন।  
news24bd.tv/আলী