সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। প্রতিষ্ঠানটিতে ১০টি পদে ৮১ জন লোক নিয়োগ দেবে।
পদ
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল) পদে নিয়োগ দেবে ১৮টি।
বেতন :
৫১,০০০ টাকা।
পদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন) পদে নিয়োগ দেবে ৩টি।
বেতন :
৫১,০০০ টাকা।
পদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স) পদে নিয়োগ দেবে ৪টি।
বেতন :
৫১,০০০ টাকা।
পদ
সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল) পদে নিয়োগ দেবে ২৩টি।
বেতন :
৩৯,০০০ টাকা।
পদ
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন) পদে নিয়োগ দেবে ৪টি।
বেতন :
৩৯,০০০ টাকা।
পদ
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স) পদে নিয়োগ দেবে ৬টি।
বেতন :
৩৯,০০০ টাকা।
পদ
সাবস্টেশন অ্যাটেনডেন্ট পদে নিয়োগ দেবে ৭টি।
বেতন :
২৪,০০০ টাকা।
পদ
অ্যাসিস্ট্যান্ট কমপ্লেইন্ট সুপারভাইজার পদে নিয়োগ দেবে ২টি।
বেতন :
২৪,০০০ টাকা।
পদ
অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান পদে নিয়োগ দেবে ১২টি।
বেতন :
২৩,০০০ টাকা।
পদ
স্পেশাল গার্ড পদে নিয়োগ দেবে ২টি।
বেতন :
১৮,০০০ টাকা।
আবেদন ফি
১ থেকে ৬ নম্বর পদের জন্য ১ হাজার ৫০০ টাকা ও অন্যান্য পদে আবেদনের ক্ষেত্রে ফি ১ হাজার টাকা।
আবেদন
আগ্রহীরা প্রার্থীরা http://www.desco.org.bd/bangla/career.php এই ওয়েবসাইটে বিস্তারিত জেনে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
৭ মার্চ ২০২২ পর্যন্ত।
news24bd.tv রিমু