মেজর (অব.) আখতারুজ্জামান আবারো বিএনপি থেকে বহিষ্কার

সংগৃহীত ছবি

মেজর (অব.) আখতারুজ্জামান আবারো বিএনপি থেকে বহিষ্কার

অনলাইন ডেস্ক

বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে আবারো বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।  আজ রোববার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রুহুল কবীর রিজভী।  তিনি জানান, দলীয় শৃঙ্খলার পরিপন্থী কাজে জড়িত থাকার প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্রের ৫ এর ‘গ’ ধারা মোতাবেক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

মুক্তিযোদ্ধা  ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই মেজর ১৯৯১ সালের পঞ্চম ও ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ২০১৮ সালে অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

সম্প্রতি মেজর (অব.) আখতারুজ্জামান বিএনপির নির্বাচনে যাওয়া নিয়ে মন্তব্য করেন। একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে গিয়ে তিনি বলেন, 'লন্ডন থেকে ওহি আসবে, এই সরকারের অধীনে নির্বাচনে যাবে বিএনপি। ' এমন বক্তব্য দেওয়ার কয়েক দিন পরই তাঁকে বহিষ্কার করা হলো।

 

ইতিপূর্বে  তিনি বিভিন্ন টেলিভিশন টকশোতে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম ও তারেক রহমানকে নিয়ে নানা মন্তব্য করেন। এর আগেও কয়েকবার তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিলো।  

news24bd.tv/ কামরুল