ফতুল্লায় স্ত্রী খুনের অভিযোগে স্বামী আটক

প্রতীকী ছবি

ফতুল্লায় স্ত্রী খুনের অভিযোগে স্বামী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মারধর করে হত্যার অভিযোগে আতাউর রহমান নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে ফতুল্লার শাসনগাও এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত মমতাজ বেগম (৬০) শাসনগাও এলাকার বশির উদ্দিনের মেয়ে।

মমতাজ বেগমের চাচাতো ভাই আল মামুন জানান, আতাউর রহমান (৪০) এর বাড়ি রংপুর জেলায়।

সে মমতাজ বেগমের শাসনগাওয়ের বাড়িতে ভাড়া থাকতেন। ভাড়া থাকাকালীন ১০ বছর পূর্বে প্রেমে পরে মমতাজ বেগমকে বিয়ে করেন আতাউর।  

আতাউরের চেয়ে মমতাজ বয়সে বড়। তাদের সংসারে কোন সন্তান হয়নি।

৩ বোন ৩ ভাইয়ের মধ্যে সে চতুর্থ।

তিনি আরও জানান, যখন টাকার প্রয়োজন হয় তখনই মমতাজের সঙ্গে আতাউর ঝগড়া করেন। গত রাতেও তাদের মধ্যে অনেক ঝগড়া হয়েছে। সকালে ফের ঝগড়া করে মমতাজকে মারধর করে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে আতাউরকে গ্রেপ্তার করে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, হত্যার অভিযোগে আতাউরকে গ্রেপ্তার করা হয়েছে। সে রংপুর জেলার কোতয়ালী থানার শেখপাড়া গ্রামের সাধু মিয়ার ছেলে। মমতাজের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করবে।

news24bd.tv/ কামরুল