ব্লু হোয়েল গেম জিতলে তবেই বিয়ে!

ব্লু হোয়েল গেম জিতলে তবেই বিয়ে!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ব্লু হোয়েল গেম জিতলে তবেই বিয়ে। ঠিক এমন শর্ত পাত্রকে জুড়ে দিয়েছেন পাত্রী! 

ছেলেটা খুব শান্ত ও বিনয়ী। বাবা-মায়ের একমাত্র সন্তান হওয়ায় তাদের কথামতো বিয়ে করার জন্য পাত্রী দেখতে যান। পাত্রীকে এক নজড় দেখেই পছন্দ হয় তার।

 

বিয়ের কথা পাকাপাকি হওয়ার আগে কনের ইচ্ছেমতো নিজেকে সাহসী হিসেবে তুলে ধরার চেষ্টা করেন হবু বর। ব্লু হোয়েল গেমের মতো সব চ্যালেঞ্জিং ধাপ দেন পাত্রী। সেখানে জিতলে তবেই না বিয়ে!

গেমের প্রতিটি ধাপে হবু বরকে নানান ঝামেলায় ফেলতে থাকেন ওই নারী। যেমন- মেঝেতে ঘুমানো, তার প্রসাধনী সামগ্রী নিয়ে পেছনে পেছনে ঘোরা, হাত দিয়ে মুখে তুলে খাবার খাওয়ানো, রোদে ছাতা নিয়ে পেছনে থাকা ছাড়াও নানান সব ঘটনার জন্য বেচারা ছেলেটা একটা সময় ত্যক্ত-বিরক্ত হয়ে যান।

কিন্তু তিনি হাল ছাড়েন না। এক পর্যায়ে ঘটে লোমহর্ষক ঘটনা। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘গেমারু’।

মিজানুর রহমান বেলালের লেখা নাটকটি পরিচালনা করেছেন সাহেল সুমন। নাটকটির প্রধান দুইটি চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সালহা খানম নাদিয়া। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শবনম পারভীন, খলিলুর রহমান কাদেরী, খায়রুল আলম টিপু, স্বপ্না শেখ প্রমুখ। আরটিভিতে শনিবার (৩০ জুন) রাত ৮টায় প্রচার হবে নাটকটি।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর