নির্বাচন কমিশন (ইসি) গঠনে আজ মঙ্গলবার শেষ বৈঠকে বসছে সার্চ কমিটি। প্রস্তাবিত তালিকা থেকে ১০ জন যোগ্য ব্যক্তির নাম চূড়ান্ত করবেন সার্চ কমিটি।
এরপর আগামীকাল বুধবার রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হতে পারে। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অনুমতি চাইবে কমিটি।
জানা গেছে, গত রবিবারের বৈঠকে ১২ থেকে ১৩ জনের নাম রাখা হয়। সেই তালিকা থেকে আজ ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। এই ১০ জনের মধ্যে একজনকে সিইসি ও অন্য চারজনকে ইসি পদে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।
ইসি গঠনে 'প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন' গত ২৭ জানুয়ারি সংসদে পাস হয়।
অনুসন্ধান কমিটি গঠনের পর গত ১৫ দিনে গত রবিবার পর্যন্ত ১০টি সভা হয়েছে। আজ কমিটির শেষ সভা অনুষ্ঠিত হচ্ছে। গত রবিবার বৈঠক শেষে সাংবাদিকদের কমিটির প্রধান বলেন, '১০ জনের নাম আমরা প্রকাশ করব না। এটি রাষ্ট্রপতির ডোমেইন (অধিক্ষেত্র)। মহামান্য রাষ্ট্রপতির কাছে দিলে তিনি যদি বলেন আপনারা প্রকাশ করুন, তাহলে আমরা প্রকাশ করব। এটি তাঁর সম্পত্তি, তাঁর কাছেই দিতে হবে। আমাদের প্রকাশ করার কোনো অধিকার আইনে নেই। '
news24bd.tv রিমু