রাজধানীর পল্লবীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টায় পল্লবীর লালমাটিয়া ট্রাক স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ২৬ বছর বয়সী নিহত ওই ব্যক্তির নাম মো. রায়হান। রায়হান পল্লবীর ১১ নম্বর সেকশনের পলাশ নগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
নিহতের বাবা রাজু মিয়া বলেন, রাত ৯টার দিকে রায়হান একজনের জন্য ওষুধ আনতে বাইরে যায়।
এ ব্যাপারে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, পল্লবী থেকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রায়হান নামে এক যুবককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
news24bd.tv রিমু