দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি

দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি

ক্রীড়া ডেস্ক

গ্রুপ পর্বের খেলা শেষ। নাটকীয়তায় ঠাসা ৪৮টি ম্যাচ শেষে রাশিয়া বিশ্বকাপ পেয়ে গেছে সেরা ১৬টি দল। যারা প্রতিদ্বন্দ্বিতা করবে দ্বিতীয় রাউন্ডে।  

কাল (৩০ জুন) থেকে শুরু হয়ে যাচ্ছে নকআউটের আকর্ষণ।

যদিও, এবারের গ্রুপ পর্বই পাদ প্রদীপের আলো কেড়ে নিয়েছে। বড় দলগুলোর নাভিশ্বাস বের করে ছেড়েছে ছোট দলগুলো।  

গ্রুপ পর্বে ঘটে গেছে অঘটন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই!

আর্জেন্টিনা নকআউটের টিকিট পেয়েছে অনেক সমীকরণ মেলানোর পর, একেবারে শেষ মুহূর্তে।

স্পেন উঠেছে শেষ মুহূর্তের নাটকীয়তায়। তাদের সঙ্গী হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।  

ব্রাজিল ড্র দিয়ে শুরু করলেও জ্বলে উঠেছে পরের দুই ম্যাচে। ফ্রান্স সহজে উঠে গেলেও, তাদের কম ঘাম ঝরাতে হয়নি।  

ফিফা ফেয়ার প্লে পয়েন্টে এগিয়ে থেকে টিকিট পেয়ে গেছে এশিয়ান পরাশক্তি জাপান।

ইংল্যান্ড,বেলজিয়াম, উরুগুয়ে উঠেছে অনায়াসে। কলম্বিয়াও রয়েছে শেষ ষোলোর ফেভারিটের তালিকায়।

নকআউট পর্বের সূচি আগেই তৈরি করা। শুধু যে দল গ্রুপ থেকে যে অবস্থান নিয়ে উঠে এসেছে, সে দল সেই হিসেবে দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ পেয়ে গেল।  

এবার এক নজরে দেখে নেয়া যাক দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি:

news24bd.tv

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর