লক্ষ্মীপুরের রায়পুরে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মামল হয়েছে।
আসামি করা হয়েছে বিএনপির উপজেলা সহসভাপতি ও সাবেক যুবদল নেতাসহ ৫৩ জনকে। এছাড়াও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে এ মামলায়।
সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে সাবেক ছাত্রলীগ নেতা জুম্মান সোলতান বাদী হয়ে এ মামলাটি করেন।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুর থানার (ওসি) শিপন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের বিরুদ্ধে উশৃঙ্খল স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লোকজনের ওপর অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়।
এ ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা জুম্মান সোলতানসহ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা আহত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন বলেন, বিএনপির নেতাকর্মীরা আমাদের নেত্রী ও দলের বিরুদ্ধে উশৃঙ্খল স্লোগান দিয়ে লাঠিসোটা নিয়ে আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে।
news24bd.tv তৌহিদ