বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজ নেবেন। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনার তৃতীয় ডোজ নেবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
এর আগে, ২০২১ সালের ১৮ আগস্ট টিকার দ্বিতীয় ডোজ নেন খালেদা জিয়া।
উল্লেখ্য, ২০২১ সালের ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করেন বিএনপি চেয়ারপারসন। ১৯ জুলাই টিকার প্রথম ডোজ নেন তিনি।
বর্তমানে গুলশানে নিজের বাসভবন ফিরোজায় আছেন বিএনপি চেয়ারপারসন। ৭৬ বছর বয়সী খালেদা জিয়া শারীরিক নানা জটিলতায় ভুগছেন। দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত তিনি।
news24bd.tv রিমু