ভারতীয় শাড়ি, লেহেঙ্গা এবং সেভেন ওয়েল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৩১ নেত্রকোনা। জব্দ মালামালের বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নেত্রকোনা ৩১ বিজিবি।
বিজ্ঞপ্তিতে জানানো হয় , গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাতে ময়মনসিংহ জেলার ধোবাউড়ায় দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মুন্সিপাড়া বিওপি থেকে ১০ সদস্যের একটি টহল দল পরিত্যক্ত মালিকবিহীন অবস্থায় ১৯০ পিস ভারতীয় শাড়ি, ৩৫০ পিস লেহেঙ্গা ও ২৫০ পিস সেভেন ওয়েল জব্দ করে।
জব্দ মালামালের আনুমানিক বাজার মূল্য ৪৩ লাখ ২৮ হাজার টাকা। জব্দ চোরাচালানী মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে।
news24bd.tv/ কামরুল