চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
আফগানিস্তানের দেওয়া ২১৬ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান করে বাংলাদেশ। ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।
জয়ে মূল অবদান আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজের বিশ্বরেকর্ড গড়া পার্টনারশিপের।
এর আগে সাগরিকায় টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান জড়ো করে ২১৫ রান। ৪৯.১ ওভারে অলআউট হওয়ার আগে দৃঢ়তা প্রদর্শন করেন নাজিবউল্লাহ জাদরান। ৮৪ বলের মোকাবেলায় ৪টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে ৬৭ রান করেন তিনি।
বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান তিনটি এবং সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম দুটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
টস : আফগানিস্তান
আফগানিস্তান ২১৫/১০ (৪৯.১ ওভার)
নাজিবউল্লাহ ৬৭, রহমত ৩৪, শহিদি ২৮, নবী ২০
মুস্তাফিজ ৩৫/৩, শরিফুল ৩৮/২, সাকিব ৫০/২, তাসকিন ৫৫/২
বাংলাদেশ : ২১৫/৬ (৪৮.৫ ওভার)
মিরাজ ৯৩*, আফিফ ৮১*
ফজলহক ৫৪/৪, রশিদ ৩০/১, মুজিব ৩২/১
ফল : বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।
news24bd.tv/আলী