স্বামীর বন্ধুর বিরুদ্ধে এক গৃহবধূকে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেছেন।
অভিযুক্ত আব্দুল আলিমকে (২৬) মঙ্গলবার রাতে শিবু মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার বিবরণীতে বলা হয়েছে, আব্দুল আলিম এবং ওই গৃহবধূর স্বামী একই গ্রামের এবং তারা একে অপরের বন্ধু। সোমবার রাত ১১টার দিকে আব্দুল আলিম তাদের বাসায় এসে গৃহবধূর স্বামীর খোঁজ-খবর জানতে চান। ওই সময় গৃহবধূর স্বামী নিজ কর্মস্থলে ছিলেন।
পরে অভিযুক্ত আব্দুল আলিম বাসায় ঢুকে তাদের পারিবারিক নানা বিষয়ে কথাবার্তা বলেন। এ সময় আব্দুল আলিমকে চলে যেতে বললে তিনি ঘরের দরজা বন্ধ করে দিয়ে ওই গৃহবধূকে জড়িয়ে ধরেন। গৃহবধূ চিৎকার করতে চাইলে তার মুখ চেপে ধরেন এবং তার স্বামীকে হত্যা করাসহ নানা ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান বলেন, ধর্ষণের বিষয়ে ভুক্তভোগী গৃহবধূ থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
news24bd.tv/আলী