লক্ষ্মীপুরের রামগঞ্জে আমেনা বেগম নামের ৬০ বছর বয়সী মাকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। পারিবারিক ক্ষোভের বশবর্তী হয়ে তার সন্তান রেদওয়ান হোসেন মিলন এ নির্মম হত্যাকাণ্ড চালান বলে জানা যায়। এ ঘটনায় ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন রামগঞ্জ থানার ওসি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, রাতে পারিবারিক ক্ষোভের বশবর্তী হয়ে মিলন তার মাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে কম্বল পেঁচিয়ে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে তাকে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এলাকা থেকে আমেনার মরদেহ উদ্ধার ও ঘাতক ছেলে মিলনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় নিহতের ভাই টিপু সুলতান বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে।
news24bd.tv/ কামরুল