সমর্থকদের তোপে অবসরে ইরানি মেসি

সমর্থকদের তোপে অবসরে ইরানি মেসি

ক্রীড়া ডেস্ক

দেশের জার্সিতে ৩৩ ম্যাচে ২৩ গোল করেছেন। বিশ্বকাপ বাছাই পর্বে ১৪ ম্যাচে ১১ গোল করে দলকে মূল পর্বে তোলার মূল কারিগরও তিনি। কিন্তু রাশিয়ায় গিয়ে পুরোপুরি ব্যর্থ ‘ইরানের মেসি’খ্যাত সরদার আজমউন।  

গ্রুপ পর্বের সবকটি ম্যাচেই পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন তিনি।

কিন্তু আরাধ্য গোলের দেখা পাননি।

বিশ্বকাপে জ্বলে উঠতে না পারায় ইরানি সমর্থকদের তোপের মুখে পড়তে হয়েছে তাকে। আর এতেই মাত্র ২৩ বছর বয়সে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন আজমউন। সিদ্ধান্তকে ‘যন্ত্রণাদায়ক’ বলে আখ্যা দিয়েছেন এই ফুটবলার।

বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সের কারণে ইরানে আজমউনকে নিয়ে চলছে সমালোচনার ঝড়। ছেলের এমন সমালোচনা মানতে পারেননি তার গর্ভধারিণী মা। অসুস্থ হয়ে পড়েছেন তিনি।  

এ প্রসঙ্গে আজমউন বলেন, ‘দুঃখজনকভাবে কিছু মানুষ আমার ও দলের খেলোয়াড়দের সঙ্গে খুবই নিষ্ঠুর আচরণ করছে। সেই সঙ্গে চলছে অতিরিক্ত সমালোচনা, যা আমাদের প্রাপ্য নয়। আর এটিই আমার মাকে আরও বেশি অসুস্থ করে ফেলেছে। ’

‘ফলে আমাকে যে কোনো একটিকে বেছে নিতে হতো। তাই আমি আমার মায়ের দিকটা ভেবে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। ’

মাত্র ১৯ বছর বয়সে ইরান জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন সরদার আজমউন।

সূত্র: বিবিসি স্পোর্টস

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর