ইউক্রেনের ‌‘পাল্টা হামলায়’ ৫০ রুশ সেনা নিহত

ইউক্রেনের ‌‘পাল্টা হামলায়’ ৫০ রুশ সেনা নিহত

অনলাইন ডেস্ক

রাশিয়ার অন্তত ৫০ সৈন্যকে হত্যার দাবি করেছে ইউক্রেন। মস্কো-সমর্থিত বিদ্রোহীদের হামলা প্রতিহত করার সময় ইউক্রেনের সামরিক বাহিনীর হামলায় নিহতের এ ঘটনা ঘটে।  

এর আগে মস্কোর হামলায় ৭ ইউক্রেন নাগরিকের প্রাণহানির হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়।

ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের কাছের একটি সড়কে রাশিয়ার চারটি ট্যাংক ধ্বংস করা হয়েছে।

এছাড়া লুহানস্ক অঞ্চলের একটি শহরে ৫০ রুশ সৈন্যকে হত্যা এবং দেশটির পূর্বাঞ্চলের রাশিয়ার ষষ্ঠ একটি বিমান ভূপাতিত করা হয়েছে।

এর আগে রাশিয়ার পাঁচটি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছিল ইউক্রেন।

এরও আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেওয়ার পর ইউক্রেনের সামরিক বিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করে মস্কো।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করে।

খবর এএফপির খবরে প্রকাশ, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের সেনাবাহিনীর বেশ কিছু বিমানঘাঁটির সামরিক অবকাঠামো অচল হয়ে গেছে। রাজধানী কিয়েভের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী।

news24bd.tv/ তৌহিদ

সম্পর্কিত খবর