নোয়াখালীর সেনবাগে ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. শাহাদাতে হোসেন শাকিল (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামের আব্দুর গফুরের ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারি জানান, সকালে ধান ক্ষেতে পানি দেয়ার জন্য পানির মোটরসুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যায়।
news24bd.tv/ কামরুল