বিপিএল ফুটবলে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ড্র করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। দিনের আরেক ম্যাচ বারিধারার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ।
মুন্সিগঞ্জে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে মাঠ ছাড়ে সাইফ। দলের হয়ে প্রথম গোলটি করেন সাজিদ।
চট্টগ্রামের হয়ে একাই তিন গোল করেন নাইজেরিয়ান ফুটবলার পিটার।
এদিকে দিনের আরেক ম্যাচে বারিধারার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশের হয়ে একটি করে গোল করেন শীতল ও শরীফি। বিপিএলের পয়েন্ট টেবিলের চট্টগ্রাম আবাহনী রয়েছে চার নম্বরে আর সাইফ আছে আট নম্বরে।
news24bd.tv/ তৌহিদ