রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের সিদ্ধান্তের মূলে ন্যাটোর ‘উসকানিমূলক পদক্ষেপ’কে দায়ী করছে ইরান। তবে ‘সমাধান হিসেবে যুদ্ধে জড়ানোকে’ সমর্থন করছে না তেহরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান এমন মন্তব্য করেন।
একইসঙ্গে টুইটারে এক পোস্টে এই সংকট ‘রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সমাধান’ করার আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, রাশিয়ার স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ছয়টার একটু আগে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপরই ইউক্রেনের দক্ষিণে সামরিক অভিযানে ঝাপিয়ে পড়ে প্রস্তুত থাকা রুশ সেনারা।
ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় ৪০ জনেরও বেশি ইউক্রেনিয়ান সৈন্য নিহত হয়েছেন। অভিযানের প্রথম ঘণ্টায় ১০ জন বেসামরিক নাগরিকও নিহত হয়।
news24bd.tv/ তৌহিদ