তিন দিক ঘিরে ইউক্রেনে হামলা (ভিডিও)

অনলাইন ডেস্ক

তিন দিক ঘিরে ইউক্রেনে সাঁড়াশি হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার এ হামলায় রাশিয়ার ৫০, ইউক্রেনের ৪০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

এ ঘটনায় রাশিয়ার সঙ্গে কুটনৈতিক সর্ম্পক ছিন্নের ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইউক্রেনীয় নাগরিকদের অস্ত্র হাতে লড়াইয়ের ডাক দেন তিনি।

সেইসঙ্গে আর্ন্তজাতিক সম্প্রদায়কে রাশিয়ার ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞার আহ্বানও জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। তবে রাশিয়ার দাবি, অস্ত্র ফেলে দল বেঁধে পালাচ্ছে ইউক্রেনের সেনারা। অস্ত্র সমর্পণ করা সেনাদের ওপর আর কোনো হামলা হয়নি বলেও দাবি মস্কোর।  

এদিকে, রুশ আগ্রাসনের পরেও ইউক্রেনে সেনা পাঠাবে না বলে জানিয়েছেন ন্যাটো প্রধান।

তবে রাশিয়ার এ হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের জন্য সবচেয়ে অন্ধকারময় সময় বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন।

২০২২-এ এসে রাশিয়ার এমন অমানবাবিক কর্মকাণ্ডকে দু:খজনক বললেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে ইউক্রেনে রুশ হামলাকে আক্রমণ বলতে নারাজ চীন। বৃহস্পতিবার মস্কোর পদক্ষেপকে প্রকাশ্যে নিন্দা জানাতেও অস্বীকৃতি জানিয়েছে বেইজিং।

news24bd.tv/আলী