কিয়েভে রকেট হামলার তীব্র নিন্দা জানালেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

কিয়েভে রকেট হামলার তীব্র নিন্দা জানালেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

কিয়েভে রাশিয়ার রকেট হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। শুক্রবার টুইটারে তিনি এ নিন্দা জানান। খবর বিবিসির।  

টুইটারে কুলেবা লেখেন, কিয়েভে রাশিয়া ভয়ঙ্কর রকেট হামলা চালিয়েছে।

শেষবার আমাদের রাজধানী ১৯৪১ সালে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল। সে সময় হামলা চালিয়েছিল নাৎসি জার্মানি।

কিয়েভে রাশিয়া ভয়ঙ্কর রকেট হামলা

ইউক্রেনের সাবেক উপ-স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্তন হেরাশচেঙ্কো জানান, ‍শুক্রবার ভোরে তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হয়তো ব্যবহার করা হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়, আমাদের একটি টিম কিয়েভের কেন্দ্রস্থলে শুক্রবার সকালে দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে। এ ছাড়া কাছাকাছি দূরত্বে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে বিবিসি জানায়, আগুন লেগেছে কিয়েভের একটি নয় তলার আবাসিক ভবনে।

news24bd.tv/ কামরুল