ঠাকুরগাঁওয়ে শিলা বৃষ্টিতে ঢেকে গিয়েছে রাস্তাঘাট

সংগৃহীত ছবি

ঠাকুরগাঁওয়ে শিলা বৃষ্টিতে ঢেকে গিয়েছে রাস্তাঘাট

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে হঠাৎ কয়েক মিনিটের শিলা বৃষ্টিতে শহরের পথঘাট সাদা বরফে ঢেকে গিয়েছে। ১০ মিনিট ধরে চলা শিলা বৃষ্টিতে ঢেকে গেছে শত শত হেক্টর ফসলের জমি। এছাড়াও আম-জামের মুকুল ও গাছের পাতা ঝরে গিয়েছে। শহরের রাস্তায় মানুষ নেমে বরফের সাথে ছবি তুলছে।

আর ফসলসহ আম জামের মুকুলের ক্ষতির আশঙ্কা করছে কৃষক।

শুক্রবার বিকেল সাড়ে তিনটার পর থেকে শহরের বিভিন্নস্থানে শিলা বৃষ্টি শুরু হয়। সাথে দমকা হাওয়া ও শিলা বৃষ্টিতে গাছপালা সহ আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়।  শিলা বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে ব্যাহত হয়েছে মানুষের স্বাভাবিক চলাফেরা।

শহরের রাস্তাঘাট বরফে ঢেকে গিয়েছে।

শহরের বাসিন্দা শাহদাৎ হোসেন বলেন, আমি আমার জীবনের ৩৫ বছরে এমন শিলা বৃষ্টি দেখি নাই ঠাকুরগাঁওয়ে। ৮/১০ মিনিটের শিলা বৃষ্টিতে রাস্তাঘাট, বাসার উঠোনে সাদা হয়ে যায়। গাছ পালার সকল পাতা শিলা বৃষ্টির আঘাতে ঝড়ে পড়েছে।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবু হোসেন বলেন, ভারি মাপের শিলা বৃষ্টি হয়েছে শহরে। এমন শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হবে।  

news24bd.tv/আলী