দ্বিতীয় দিনেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনারা। একের পর এক হামলায় অবরুদ্ধ কিয়েভ। ইউক্রেন প্রেসিডেন্ট বলেছেন, ক্ষমতাধর দেশরা কেউ পাশে নেই -একাই লড়াই করছেন তারা। এদিকে উভয় পক্ষের আলোচনার প্রস্তাবের মধ্যে ইউক্রেনের সেনাবাহিনীর প্রতি উসকানিমূলক বক্তব্য দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
দেশটির সেনাবাহিনীকে রাজনৈতিক নেতাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত রুশ নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকে পুতিন এই আহ্বান জানান।
আরও পড়ুন : ইউক্রেনের সঙ্গে আলোচনার আভাস রুশ পররাষ্ট্রমন্ত্রীর
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে পুতিন ইউক্রেনের সেনাবাহিনীর প্রতি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের আহ্বান জানিয়েছেন।
পুতিন বলেছেন, ‘আমি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি—আপনারা নব্য নাৎসি ও উগ্র জাতীয়তাবাদীদের আপনাদের স্ত্রী, সন্তান ও বয়স্কদের মানবঢাল হিসেবে ব্যবহার করার সুযোগ দেবেন না। ’
আরও পড়ুন : রুশ সৈন্যরা ধারণার চেয়েও দ্রুত অগ্রসর হচ্ছে : পশ্চিমা গোয়েন্দা
তিনি আরও বলেন, ‘আপনারা ক্ষমতা দখল করুন, এতে আমাদের একটি চুক্তিতে পৌঁছানোর পথে সহায়ক হবে। ’
এমন সময়ে পুতিন এ মন্তব্য করলেন যার মাত্র কয়েক ঘণ্টা আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তাঁর দেশের সেনাবাহিনীর প্রতি দেশের মাটি রক্ষা আহ্বান জানিয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির সক্ষম নাগরিকদের রুশদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।
news24bd.tv/আলী