নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হলেন কাজী হাবিবুল আউয়াল

সংগৃহীত ছবি

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হলেন কাজী হাবিবুল আউয়াল

অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। আজ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি অদ্য ১৩ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ, ২৬ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ শনিবার কাজী হাবিবুল আওয়াল, সিনিয়র সচিবকে (অবসরপ্রাপ্ত) প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ করেছেন।

cec222

এছাড়া নির্বাচন কমিশনার হয়েছেন অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান।

 রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী পাঁচ বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে তাঁদের নিয়োগ দিয়েছেন।

cec2

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে সিইসি এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য যোগ্য ১০ জনের নাম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দিয়েছিলেন সার্চ কমিটি।  

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়।

news24bd.tv/এআর-কাবুল