চতুর্থ দিনেও ইউক্রেনের ওপর রুশ হামলা অব্যাহত
চতুর্থ দিনেও ইউক্রেনের ওপর রুশ হামলা অব্যাহত

ছবি : রয়টার্স

চতুর্থ দিনেও ইউক্রেনের ওপর রুশ হামলা অব্যাহত

অনলাইন ডেস্ক

টানা চতুর্থ দিনেও ইউক্রেনের ওপর রুশ হামলা অব্যাহত রয়েছে। লড়াইয়ে এ পর্যন্ত ১৯৮ জন ইউক্রেনীয় মারা গেছে বলে দাবি করেছে কিয়েভ। রাজধানী কিয়েভের ভেতরে রুশ বাহিনী সক্রিয় হয়েছে এমন শঙ্কায় সোমবার সকাল পর্যন্ত জারি করা হয়েছে কারফিউ।

এদিকে, সংঘাত বন্ধে আলোচনার পথ খোলা রয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলছেন, রাজধানী কিয়েভ, দক্ষিণে ওডেসা আর উত্তর পূর্বে খারকিভে তার বাহিনী রুশ সৈন্যদের সাথে লড়াই অব্যাহত রেখেছে।

তবে রাশিয়া বলছে, তারা দক্ষিণের গুরুত্বপূর্ণ মেলিতোপোল শহর দখলে নিয়েছে। রাশিয়ার হামলা মোকাবিলায় ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স, জার্মানি।

সংঘাতপ্রবণ কোনো অঞ্চলে জার্মানি অস্ত্র রপ্তানি করবে না এ সিদ্ধান্ত থেকে সরে এসে দেশটি এ পদক্ষেপ নেওয়ার কথা জানাল।

জাতিসংঘ জানায়, গত ৪৮ ঘণ্টায় ইউক্রেন ছেড়ে পালিয়েছেন এক লাখ ২০ হাজার মানুষ। চলমান পরিস্থিতির কারণে ইউক্রেনের প্রায় ৫০ লাখ মানুষ আশপাশের দেশগুলোতে পালিয়ে যেতে পারে ধারণা করছে সংস্থাটি।

news24bd.tv রিমু