বিকেলে শপথ নিবেন নতুন নির্বাচন কমিশন

সংগৃহীত ছবি

বিকেলে শপথ নিবেন নতুন নির্বাচন কমিশন

অনলাইন ডেস্ক

আজ রবিবার শপথ নিবেন নতুন নির্বাচন কমিশন (ইসি)।  বিকেলে সুপ্রিম কোর্টে নতুন নির্বাচন কমিশনারদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি।

গতকাল শনিবার নির্বাচন কমিশন গঠনের প্রজ্ঞাপন জারির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবেন তারা।  আগের কমিশনগুলোর সাফল্য ও ব্যর্থতা মূল্যায়ন করার কথাও জানান তিনি।

এর আগে, শনিবার বিকেলে সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। তার নেতৃত্বাধীন অপর চার নির্বাচন কমিশনার হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

news24bd.tv রিমু