কুষ্টিয়া সদর উপজেলার বারুইপাড়া গ্রামের মাঠ থেকে পুলিশ শুভ ইসলাম নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে। আজ রোববার ১২টার দিকে ভুট্টা খেতে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
মৃত শুভ’র বাবা আমিরুল ইসলাম বলেন, বাশঁগ্রাম কলেজে ভর্তির কাগজপত্র জমা দিয়েছে শুভ।
ইসলামি বিশ্ববিদ্যালয় থানার এসআই জাহাঙ্গীর বলেন, পুলিশ মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সুরতহাল করার সময় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া আত্মহত্যারও কোনো আলামত মেলেনি। বিষটি ভালোভাবে খতিয়ে দেখছে পুলিশ।
news24bd.tv রিমু