এবার সুবাহর বিরুদ্ধে ইলিয়াসের মামলা

সংগৃহীত ছবি

এবার সুবাহর বিরুদ্ধে ইলিয়াসের মামলা

অনলাইন ডেস্ক

গত বছরের ১ ডিসেম্বর গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। বিয়ের এক মাস না যেতেই সংসারে ভাঙন শুরু হয়। এরপর ইলিয়াসের বিরুদ্ধে পরপর অভিযোগ আনেন সুবাহ। এমনকি তার বিরুদ্ধে একাধিক মামলাও করেন।

এবার সুবাহর বিরুদ্ধে মামলা করলেন ইলিয়াস।

গত ১৭ ফেব্রুয়ারি হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫,২৬,২৯,৩৫ ধারায় মামলাটি করেন ইলিয়াস।

মামলায় উল্লেখিত অভিযোগে বলা হয়েছে, আসামি শাহ হুমায়রা সুবাহ গত ২৮ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিয়াস হোসাইনকে নিয়ে বিভিন্ন মানহানিকর মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন এবং এই গায়কের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সুব্রত দেবনাথ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মামলাটির তদন্ত চলছে।

যেহেতু ইলিয়াস অভিযোগ করেছেন, সেটি আমাদের যাচাই-বাছাই করতে হবে। অভিযোগের সত্যতা তদন্ত শেষে বলতে পারবো।

news24bd.tv/এমি-জান্নাত