চুয়াডাঙ্গার শহরতলী দৌলাতদিয়াড় গ্রামে মাথায় তালগাছ পড়ে কুয়ারি খাতুন (৩৮) নামে এক গৃহবধূ মারা গেছে। রোববার দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূ সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের মাদ্রাসাপাড়ার সাহাবুল হোসেনের স্ত্রী।
কুয়ারি খাতুনের ননদ চম্পা খাতুন জানান, দুপুর দেড়টার দিকে ঘরের বইরে থাকা কাপড় তুলতে গেলে একটি গোড়া পঁচা তালগাছ মাথায় পড়ে গুরুতর আহত হন কুয়ারি খাতুন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, তালগাছ চাপা পড়ে এক গৃহবধু মারা গেছে বলে খবর পেয়েছি।
news24bd.tv/ কামরুল