ভারতের মাটিতে বিশ্বকাপ, সামনে বড় চ্যালেঞ্জ

সংগৃহীত ছবি

ভারতের মাটিতে বিশ্বকাপ, সামনে বড় চ্যালেঞ্জ

অনলাইন ডেস্ক

ঐচ্ছিক অনুশীলন, তাই আগের মতো বিশ্রামে আফগানিস্তান মুল একাদশের সবাই। এবার বাংলাদেশও সিরিজ জয়ের স্বস্তির নি:শ্বাস ফেলে অনুশীলনে এলো টি-টোয়েন্টি দল নিয়ে।

মুনিম শাহরিয়ার, নাঈম শেখরা সেন্টার উইকেটে সেরেছেন ব্যাটিং, সেটা দেখে হেড কোচ রাসেল ডমিঙ্গোকে দেখালো নির্ভার। তবে ব্যাটিং কনসালটেন্ট জেমি সিডন্স কাজ করছেন এই তরুনদের নিয়েই।

মানছেনও তরুণনা দারুণ প্রতিভাবান তাই তার কাজটা হয়েছে অনেক সহজ।

সামনের বড় চ্যালেঞ্জ ভারতের মাটিতে বিশ্বকাপ। সিডন্সের পাখির চোখ তাই বড় মঞ্চে বড় তারকা তৈরিতে। মনোযোগের পুরোটা দিতে চান সেখানেই।

তৃতীয় ম্যাচের আগে টাইগার শিবিরে সুখবর রশিদ খান আফগানদের হয়ে নিয়ম রক্ষার ম্যাচটি খেলবেন না। পিসিএল খেলতে উড়াল দিচ্ছেন পাকিস্তান। চলতি সিরিজে খুব বেশী কার্যকর না হলেও টাইগার শিবিরে এই ক্রিকেটারের না থাকাও যে হোয়াইটওয়াশের সম্ভাবনাটার সুর্যটা যে আলো  উজ্জল হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

news24bd.tv/এমি-জান্নাত