আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেন

আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেন

অনলাইন ডেস্ক

ইউক্রেনের সঙ্গে রাশিয়া আলোচনায় বসেছে। আলেচনার মূল বিষয়বস্তু তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার। স্থানীয় সময় দুপুর ১২টার বেলারুশের গোমেল অঞ্চলে এ বৈঠক শুরু হয়েছে বলে জানা গেছে।  রুশ প্রেসিডেন্ট পুতিনের সহযোগী ও রুশ প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কির বরাত দিয়ে এখবর জানায় বার্তা সংস্থা তাস।


ইউক্রেনের প্রতিনিধিদলে রয়েছেন সেদেশের প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকভ, প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াকসহ অনেকে।
গত বৃহস্পতিবার ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এটি দুই পক্ষের মধ্যে প্রথম আলোচনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর ফোনালাপের পর এই বৈঠকের সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

news24bd.tv/এআর-কাবুল