ইউক্রেনে আটকে পরা বাংলাদেশি শিক্ষার্থীরা হাঙ্গেরিতে পৌঁছেছে

সংগৃহীত ছবি

ইউক্রেনে আটকে পরা বাংলাদেশি শিক্ষার্থীরা হাঙ্গেরিতে পৌঁছেছে

আল মোহাইমিনুল খান

রাশিয়ার সামরিক অভিযানের পর ইউক্রেনে আটকে পরা বাংলাদেশি শিক্ষার্থীরা পাড়ি জমায় সীমান্তবর্তী দেশগুলোতে। রোববার পশ্চিমাঞ্চল উজহরড থেকে আটকে পরা বাংলাদেশী শিক্ষার্থীরা পৌঁছেছে নিকটবর্তী হাঙ্গেরিতে।

ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি অনিশ্চয়তায় ফেলেছে সেখানে পড়তে যাওয়া ১৫ বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থীকে।  রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে নিরাপত্তা শঙ্কায় কয়েকদিন কাটে এসব শিক্ষার্থীদের।

পশ্চিমাঞ্চলীয় শহর উজরদ থেকে ২৬ কি.মি পাড়ি জমায় হাঙ্গেরি সীমান্তে।  সেখান থেকে রওনা হয়ে আরও প্রায় ৩০০ কি.মি পাড়ি দিয়ে পৌঁছায় রাজধানী বুদাপেস্টে।

এরা বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের।  ভাল চিকিৎসক হবে এমন আশায় অনেকের বাবা মা-ঋণ করে সন্তানকে পাঠিয়ে ছিলেন ইউক্রেনে।

 কিন্তু যুদ্ধ পরিস্থিতি তাদের এখন ফেললো নতুন সঙ্কটে।  

নিরাপদে ফিরতে পারায় স্বস্তি থাকলেও ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে এখন বাড়ছে শঙ্কা।  বাংলাদেশ সরকারের সহযোগিতা চান তারা।
সরকারকে তাদের বাকি পড়ালেখা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন শিক্ষার্খীরা।

এদিকে ইউক্রেন এবং সীমান্তে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত আনতে প্রয়োজনে আইওএম এর সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সংস্থাটির সঙ্গে এরইমধ্যে আলোচনা শুরু করেছে সরকার।

news24bd.tv/ কামরুল