শুধু সরকারি চাকরিতে নয়, প্রতিটি ক্ষেত্রেই ডোপ টেস্ট চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, জেলা - উপজেলা পর্যায়ে কমিটি করেও মাদকের ব্যাবহার বন্ধ করা যায়নি। সবাইকে এক সাথে কাজ করে মাদকের চাহিদা কমাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে দেশে মাদক ঢুকছে। আর এই মাদকের ছোবলে দেশের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে।
news24bd.tv/আলী