প্রায় ৪০ মাইল দীর্ঘ সামরিক বহর নিয়ে ইউক্রেনে পৌঁছেছে রাশিয়া। রাশিয়ান সামরিক বহরটি ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে পৌঁছেছে। কোম্পানি ম্যাক্সার টেকনোলজির স্যাটেলাইট এর ছবি ধরা পড়েছে।
ম্যাক্সার গত সোমবার বলেন, রুশ বাহিনীর বিশাল এই বহরটি ৪০ মাইলেরও বেশি দীর্ঘ ছিল।
সোমবার সকালে ম্যাক্সার সিএনএনকে বলেন, রাশিয়ার বিশাল সামরিক বহরটিতে সাঁজোয়া যান, ট্যাঙ্ক, টাওয়া কামান এবং অন্যান্য লজিস্টিক্যাল রয়াছে।
ম্যাক্সার জানায়, সোমবারের নেওয়া তথ্য এবং ছবি বিশ্লেষণ করে দেখা যায়, বহরটি আন্তোনোভ এয়ারবেস থেকে কিয়েভ শহরের কেন্দ্র থেকে প্রায় ১৭ মাইল ইউক্রেনের প্রিবারস্কের ঠিক উত্তরে অগ্রসর হয়েছে।
কোম্পানিটি বলছে, তারা ইভানকিভের উত্তর এবং উত্তর-পশ্চিমে, বেশ কয়েকটি বাড়ি এবং বিল্ডিং থেকে ধোঁয়া উঠতে দেখেছে।
ম্যাক্সারের তথ্যমতে, কিছু এলাকায় সড়কপথে রাশিয়ান সামরিক যানবাহন এত বেশি ছিল যার কারণে যানজটের সৃষ্টি করেছে।
রবিবার ম্যাক্সার বলেন, ইউক্রেনের ইভানকিভের কাছে রাশিয়ার সামরিক বহরটি প্রায় ৩.৫ মাইল দীর্ঘ ছিল।
সূত্র : সিএনএন
news24bd.tv রিমু