ইউক্রেনে যুদ্ধ বন্ধের আহ্বান রাশিয়ার দুই ধনকুবেরের

ওলেগ ডেরিপাস্কা ও মিখাইল ফ্রিডম্যান

ইউক্রেনে যুদ্ধ বন্ধের আহ্বান রাশিয়ার দুই ধনকুবেরের

রিমু

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন রাশিয়ান দুই ধনকুবের মিখাইল ফ্রিডম্যান এবং ওলেগ ডেরিপাস্কা। শীর্ষ ব্যবসায়ী মিখাইল ফ্রিডম্যান নিজ কর্মীদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে রক্তপাত বন্ধের আহ্বান জানান।

অন্যদিকে, রাশিয়ার আরেক ধনকুবের ওলেগ ডেরিপাস্কা রাশিয়াকে যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন।

পশ্চিম ইউক্রেনে জন্মগ্রহণ করেছিলেন মিখাইল ফ্রিডম্যান।

নিজ কর্মীদের পাঠানো এক চিঠিতে 'রক্তপাতের অবসান' চান বলে জানান তিনি।

চিঠিতে ফ্রিডম্যান বলেন, "আমার বাবা-মা ইউক্রেনীয় নাগরিক এবং আমার প্রিয় শহর লভিভে থাকেন। তবে আমি রাশিয়ার নাগরিক হিসাবে জীবনের বেশিরভাগ সময় এখানে কাটিয়েছি। এখানে ব্যবসা শুরু এবং তা ক্রমান্বয়ে বেড়েছে।

আমি ইউক্রেনীয় এবং রাশিয়ান জনগণের সাথে গভীরভাবে সংযুক্ত। বর্তমান সংঘাতকে দুই দেশের জনগণের জন্য দুঃখজনক ঘটনা হিসেবে দেখছি। '' 

তিনি আরও বলেন, "এই সংকটে দুই জাতিরই ক্ষতি হবে, যারা কয়েক শ বছর ধরে ভাইয়ের মতো বসবাস করেছে। এখন আমি শুধু তাদের সঙ্গে যোগ দিতে পারি, যারা এই যুদ্ধের অবসান চায়। ''  

রাশিয়ার চতুর্থ বৃহত্তম আর্থিক পরিষেবা সংস্থা এবং এর বৃহত্তম বেসরকারি ব্যাংক আলফা ব্যাংকের চেয়ারম্যান ফ্রিডম্যান। এছাড়াও রাশিয়া ও প্রাক্তন সোভিয়েত রাজ্যে পরিচালিত বীমা, খুচরা এবং মিনারেল ওয়াটার উৎপাদনসহ বিশাল ব্যবসা রয়েছে তার। ব্লুমবার্গ বিলিয়নেয়ারস ইনডেক্স অনুসারে ফ্রিডম্যানের মোট সম্পদ ১১. ৪ বিলিয়ন ডলার। সূত্র : সিএনএন 

news24bd.tv রিমু