যুদ্ধে পুড়ে ছাই বিশ্বের বৃহত্তম বিমান!

সংগৃহীত ছবি

যুদ্ধে পুড়ে ছাই বিশ্বের বৃহত্তম বিমান!

অনলাইন ডেস্ক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পুড়ে ছাই হয়ে গেছে বিশ্বের বৃহত্তম বিমান AN-225।

গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘাতে ক্ষতিগ্রস্ত দু’পক্ষই। তবে রাশিয়ার থেকে ইউক্রেনের ক্ষতির পরিমাণ অনেক বেশি। মানুষ তো বটেই, রাশিয়ার গুলি ও বোমার আঘাতে ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের অনেক স্থাপত্য-সম্পত্তিও।

তার মধ্যে গুরুত্বপূর্ণ ইউক্রেনের কাছে থাকা বিশ্বের সবচেয়ে বড় বিমান AN 225 মারিয়া।

এটিই বিশ্বের সবচেয়ে বড় বিমান। ইউক্রেনের পররাষ্ট্ররাষ্ট্রমন্ত্রী কুলেবা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে ইউক্রেন আবারও এই বিমান নতুন করে তৈরি করবে বলেও তিনি জানিয়েছে।

১৯৮০ সালে ইউক্রেনের অ্যান্টোনভ সংস্থা এই বিমানটির নকশা প্রস্তুত করে। ১৯৮৫ সালে বিমানটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়।

news24bd.tv/এমি-জান্নাত