ইউক্রেনের আগ্রাসনের জবাবে রাশিয়ার কয়েকটি ব্যাংককে বিশ্বের প্রধান আর্থিক লেনদেন পরিষেবা সুইফট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের মিত্ররা। ববে বিশ্লেষকরা বলছেন, এটি রাশিয়ার ব্যবসার ওপর গুরুতর প্রভাব নাও ফেলতে পারে বরং বিপদে পড়তে পারে ইউরোপ নিজে।
আন্তর্জাতিক লেনদেনের প্রধান ব্যবস্থা সুইফট । এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সহজভাবে পরিচালনায় ব্যাংকগুলো দ্রুত এবং নিরাপদে বৈশ্বিক লেনদেন করে থাকে।
এবার এই রাশিয়াকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা এবং বৈশ্বিক অর্থনীতি থেকে আরও বিচ্ছিন্ন করতে বিশ্বের প্রধান আর্থিক লেনদেন পরিষেবা সুইফট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
তবে অনেকেই মনে করছেন, এটি রাশিয়ার ব্যবসার ওপর গুরুতর প্রভাব নাও ফেলতে পারে। রাশিয়ার লেনদেনের জন্য অন্যান্য চ্যানেল ব্যবহার করতে পারেন। যেমন- ফোন, মেসেজিং অ্যাপ বা ইমেল। এছাড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি এমন দেশগুলোর মাধ্যমেও রাশিয়া লেনদেন করতে পারে। যেমন, চীন সুইফটের প্রতিদ্বন্দ্বী নিজস্ব লেনদেন ব্যবস্থা তৈরি করেছে যা হতে পারে পশ্চিমাদে মাথাব্যাথা।
এমনকি এইটি থেকে রাশিয়া বিচ্ছিন্ন হলে ক্ষতির মুখে পড়তে পারে খোদ ইউরোপ।
news24bd.tv/এমি-জান্নাত