গাজীপুরের শ্রীপুরে ৫০ লাখ টাকা মূল্যের ৫’শ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
এ ঘটনায় সোমবার রাতে শ্রীপুর থানায় মামলা হয়েছে। আটক ওই মাদক ব্যবসায়ী শ্রীপুর পৌর এলাকার মৃত বাহার উদ্দিনের ছেলে মোঃ আদনান হোসেন জনি (৩৫)।
মামলা সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার বিকেলে শ্রীপুরে মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে।
এই সময় ঘটনাস্থলে অভিযান চালিয়ে গোয়েন্দা দল আদনানকে আটক করে। তার দেহ তল্লাশি করে হাতে থাকা ব্যাগ থেকে ৫০ লাখ টাকা মূল্যের ৫’শ গ্রাম হেরোইন উদ্ধার করে।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই ওবাইদুর রহমান বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন জানান, মাদক দ্রব্য আইনের মামলায় আদনানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
news24bd.tv/আলী