ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের এক শিশুকে ধর্ষণ করা হাদিস মিয়া (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। সোমবার দিবাগত গভীর রাতে ঢাকার যাত্রাবাড়ী থানার কাজলারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি নির্যাতিতার মা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন।
র্যাব-১৪’র সহকারি পরিচালক ও স্কোয়াড কমান্ডার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৫ ফেব্রুয়ারী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বগাপুতা গ্রামের ওই ভিকটিম শিশু প্রাইভেট শেষে বাড়িতে ফিরে আসে।
news24bd.tv/আলী