মণিরামপুরে মাছের ঘের থেকে ভোলা নাথ বিশ্বাস (৬৬) নামে এক মৎস চাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামে নিজ ঘের থেকে মাজায় ও পায়ে দড়ি বাধা অবস্থায় এ মরদেহ উদ্ধার হয়। ভোলা নাথ পাচাঁকড়ি গ্রামের বানচারাম বিশ্বাসের পুত্র এবং পেশায় মংস্য চাষী ছিলেন।
নিহদের পুত্র পরিমল জানান, সোমবার ভোরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয় তার বাবা।
নেহালপুর ফাড়ি ইনচার্জ আতিকুজ্জামান জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়না তদন্তের পর বলা যাবে।
news24bd.tv/আলী